ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্য

সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্য

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, ভালো কাজের মাধ্যমে সত্য ও আলোর পথ সুগম করতে প্রধান ভূমিকা থাকবে তরুণদের। দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্যে।

শিক্ষার্থীদের পুরস্কার বিতরণকালে এভাবেই খুব সুন্দর করে গঠনমূলক কথাগুলো ব্যক্ত করেন। তিনি বলেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদে স্বদেশের প্রতি ভালোবাসা নিয়ে সম্মিলিতভাবে আর্তমানবতামূলক উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের এগিয়ে আসতে হবে। কেবল পাঠ্য শিক্ষা নয়, নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে। সুচিন্তা আর সৃজনশীল প্রচেষ্টায় পরিশ্রমী, গতিশীল ও আত্মবিশ্বাসী হয়ে উদ্যমকে কাজে লাগিয়ে সমাজে আলো ছড়াবে নতুনরাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত