ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুনদের প্রেরণা ড. মো. মোয়াজ্জেম হোসেন

নতুনদের প্রেরণা ড. মো. মোয়াজ্জেম হোসেন

একজন স্বপ্নচারী মানুষ। তিনি নিজে স্বপ্ন দেখতে এবং অন্যকে স্বপ্ন দেখাতে ভালোবাসেন। এই স্বপ্নচারী মানুষটির জন্ম ১৯৭৫ সালের ১৮ এপ্রিল নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন খৈনকুট গ্রামে। পিতা: মো. সামসু উদ্দিন, মাতা: খোদেজা খাতুন। খৈনকুট প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। খৈনকুট উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণীতে বৃত্তি অর্জন ছাড়াও তিনি ঐ বিদ্যালয়ে এসএসসিতে ১ম বিভাগে উত্তির্ন হয়, পরবর্তিতে নরসিংদী সরকারি কলেজে এইচএসসিতে ১ম বিভাগে কৃতকার্য হয়। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শ্রেণীতে ফাস্ট ক্লাস ফাস্ট হয়ে কলেজ শিক্ষকতায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন যাবত জয়নগর ডিগ্রি কলেজে ইংরেজি সাহিত্যে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালনের পাশাপাশি নিজ প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি একজন মৌলিক গবেষক হিসেবেও সু-পরিচিত। আমেরিকান কবি ওয়াল্ড হুইটম্যানের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি একজন শিক্ষাবিদ, লেখক, গবেষক, উদ্যোক্তা, ইতিহাসবিদ, অনুবাদক ও সমাজচিন্তক। উনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ড. এমএইচ ফাউন্ডেশন, নরসিংদী প্রেসিডেন্সি কলেজ, নরসিংদী পাবলিক লাইব্রেরি, বাংলাদেশ টিচার্স ক্লাব, বই পড়া আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা কবি-লেখক পরবষদ, নরসিংদী সাহিত্য একাডেমি, গ্রীণ বাংলাদেশ, নরসিংদী জাদুঘর, শিক্ষানুরাগী সামসুউদ্দিন পাবলিক লাইব্রেরি, ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্র, নরসিংদী প্রেসিডেন্সি পাবলিকেশন্স ও নরসিংদী মিডিয়া ডট কম।

সম্পাদনা করেছেন:- আড়িয়াল খাঁ, সোনাইমুড়ী, নরসিংদী জেলা ডিরেক্টরি। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বেশকিছু গ্রন্থ। তিনি একজন মোটিভেশনাল স্পিকার। তিনি বিভিন্ন সামাজিক ও স্বাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। স্বীকৃতিস্বরুপ পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। তিনি আলোর ফেরিওয়ালা, জ্ঞানের ফেরিওলা, বইপ্রেমী ও বই মানুষ খেতাবে ভূষিত হয়েছেন। আলোকিত বন্ধু ফোরামের সার্বিক কর্মকান্ডে অবগত হয়ে বন্ধু ফোরামের প্রতিটি ভালো কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত