ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ (আইইবি’র) ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে যেভাবে তাঁর সুযোগ্য কন্যা এবং বাংলাদেশের সফল রাস্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের দরবারে একটি গর্বিত অবস্থানে নিয়ে গেছেন সেজন্য তাঁর প্রতি বাঙালি জাতি চিরকৃতজ্ঞ। আমরা দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন সেক্টরে নিজেদের মেধা ও শ্রম বিনিয়োগে সদা তৎপর রয়েছি। বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল’র মহাপরিচালক হিসেবে দ্বায়িত্বরত আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী জনাব মোহাম্মদ হোসাইন, তাঁর কর্মজীবনের বিগত ৩৩ বছর ধরে বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে পাওয়ার সেল-এর সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা হিসেবে সম্প্রতি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সার্কভূক্ত দেশসমূহের জ্বালানিখাতে সহযোগিতামূলক সংস্থার স্টিয়ারিং কমিটির ২০২১-২২ মেয়াদে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০১৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এসকাপের জ্বালানি বিষয়ক কমিটির (২০১৯-২১) মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হন এবং যথাযোগ্য মর্যাদায় দায়িত্ব পালন করে বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় আসীন করেছেন। তিনি একজন সৎ এবং যোগ্য কর্মকর্তা হিসেবে সর্বমহলে স্বীকৃত।