ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসতে হবে

প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসতে হবে

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত ড. কিসিঞ্জার চাকমা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গার সভাপতিত্বে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন আরএম ফয়জুর রহমান, পিপিএমণ্ডসেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সিদ্দিকা সোহেলী রশিদ, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও সমাজসেবার কর্মকর্তাবৃন্দ; সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিও সাংবাদিকরা। পুলিশ সুপার বলেন, একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের প্রতিবেশী যারা প্রতিবন্ধী রয়েছে, তাদের নিয়ে আমাদের ভাবা উচিত। অনেকে জন্মগতভাবে কিংবা দুর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধী। আমাদের একটু সদিচ্ছা ও কাজে যদি তাদের উন্নয়ন হয়, সেটি আমাদের করা উচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত