ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সুনাগরিক হতে হবে

সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সুনাগরিক হতে হবে

‘মানবিক মানুষ চাই’ প্রত্যয়দীপ্ত শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজন’র সম্মানিত উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের রোহিঙ্গা শরণার্থীবিষয়ক ফোকাল পয়েন্টের মুখ্য কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব (সুশাসন ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা) ফয়েজ আহাম্মদ শুভজন এবং আলোকিত বন্ধু ফোরামের সাথে এক সৌজন্যে বৈঠকে বলেন- দেশ, সমাজ ও সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আজ থেকে একযুগ আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। গৃহহীন ও ভূমিহীনদের সরকার পুনর্বাসন করছে, বিদ্যুতের সুবিধা সকলেই পাচ্ছে, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে। আগামীতে দেশের একজন মানুষও বিদ্যুৎহীন থাকবে না। দেশের অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা সুনাগরিকের দায়িত্ব। সুশাসন প্রতিষ্ঠায় সুনাগরিকের বিকল্প নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত