বন্ধুত্বের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করতে হবে

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আল-আমিন সুমন

নবারুণ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও বন্ধু ফোরামের উপদেষ্টা শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, বন্ধু ফোরাম দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্ধুত্বের মাধ্যমে সমাজের উন্নয়নে নতুনদের কাজ করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের প্রতি ভালোবাসা নিয়ে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে বন্ধুরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।