মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা। দেশপ্রেম ও মানবতা শেখায়। তারুণ্যেও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার কোনো বিকল্প নেই। কথাগুলো বলেন, হালুয়াঘাট উপজেলা বন্ধু ফোরামের উপদেষ্টা কামরুল ইসলাম বেগ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। গ্রাম বাংলায় গড়ে উঠবে ক্ষুদ্র শিল্প যার মালিক হবে সাধারণ কৃষক, শ্রমিক এবং ভূমিহীন নির্যাতিত দুঃখী মানুষ। বঙ্গবন্ধুর চিন্তা ধারণাই ছিল মানুষ ও দেশের কল্যাণ করা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলার একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি আজ বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে। সায়লা ফারজানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কোনো শক্তির কাছে, সে যত বড়ই হোক, আত্মসমর্পণ করেননি; মাথানত করেননি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম করে গেছেন। নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম বিশ্বনন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের আদর্শ ও অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন চিরকাল।