ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আমাদের বিজয়ের ইতিহাস সমৃদ্ধ ও আত্মত্যাগের

আমাদের বিজয়ের ইতিহাস সমৃদ্ধ ও আত্মত্যাগের

দিশাহারা একটি জাতির সামনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। যখন পরাধীনতা ও দাসত্বের শেকলে আটকা পড়েছিল দেশ, এমন এক দুঃসময়ে সাহস এবং অপরাজেয় সংকল্পের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি ছিলেন অসাধারণ দৃঢ় চরিত্রের নির্ভীক ব্যক্তিত্ব। তিনি তার পুরো জীবন ব্যয় করেছিলেন ঘুমন্ত জাতির জাগরণের পেছনে। আত্মশক্তিতে শক্তিশালী করে জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বাধীনতার দিকে। জাতির জনকের মতো নেতাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এ বাংলাদেশ। সুন্দর কথাগুলো বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, পিপিএম(বার)। তিনি বলেন, বিজয়ের দিনটিতে আমরা অনুপ্রাণিত হই আমাদের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে। উদ্বুদ্ধ হই অগ্রগতির পথযাত্রায় এগিয়ে যেতে। বিজয় দিবস আমাদের মহোৎসবের দিন। এ দিনটিতে সারাদেশ সাজে লাল-সবুজের সাজে। সম্প্রতি মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণের (পুনাক) উদ্যোগে মিলব্যারাক পুলিশ লাইন্স পুনাক হলে অত্র জেলার বিভিন্ন থানা থেকে আগত এবং অত্র জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কোমলমতি শিশুদের নিয়ে ঢাকা জেলার পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমান মৌ’র সভাপতিত্বে চিত্রাঙ্কন, গান ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার)। এছাড়া অনুষ্ঠানে পুনাকের সম্মানিত সদস্যসহ ঢাকা জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত