স্বাধীনতার চেতনা গতিশীল, প্রকৃত আদর্শকে সঠিকভাবে রক্ষা করতে আমাদের প্রত্যেকের অবস্থান ও ক্ষমতা অনুসারে এদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করতে হবে। জাতির জনকের স্বপ্নের দেশটি যেন কখনো মলিন না হয়। আমাদের আগামীর প্রজন্মকে সুখী, সুন্দর ও সমৃদ্ধ করতে হলে শুধু বিজয়ের মাসে আবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে নিজ কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। কদমতলীর জনতাবাগ হাইস্কুলে বিজয় দিবসের আয়োজনে কথাগুলো বলেন, জনতাবাগ হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ইহতেশামুল হক ফয়সাল। তিনি বলেন, আমাদের চলনে, বলনে, মননে যেন বাস করে স্বাধীনতার সারমর্ম।