মননে যেন বাস করে স্বাধীনতার সারমর্ম

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

আমাদের আগামীর প্রজন্মকে সুখী, সুন্দর ও সমৃদ্ধ করতে হলে শুধু বিজয়ের মাসে আবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে নিজ কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। কদমতলীর জনতাবাগ হাইস্কুলে বিজয় দিবসের আয়োজনে কথাগুলো বলেন, জনতাবাগ হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ইহতেশামুল হক ফয়সাল। তিনি বলেন, আমাদের চলনে, বলনে, মননে যেন বাস করে স্বাধীনতার সারমর্ম। মানুষের জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতাসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে সবাইকে নিরাপদ থাকার পরিবেশ নিশ্চিত করা- এ হোক বিজয় দিবসের অঙ্গীকার। তবেই সমৃদ্ধ হবে দেশ, পরিপূর্ণ হয়ে উঠবে স্বপ্ন, ভালোবাসা আর সহমর্মিতায়। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আমেনা আক্তার, পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান, জাবেদ হোসেন ও মনিরুল ইসলাম রানাসহ অনেকে।