শুধুমাত্র নিজের আনন্দে আনন্দিত হলেই নিজেকে মানুষ হিসেবে গণ্য করা যায় না, অপরের মুখে হাসি ফোটানো অন্যরকম এক আনন্দ।
সম্প্রতি একটি ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ সুপার (ঢাকা দক্ষিণ) মিজানুর রহমান শেলী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধ দমনের পাশাপাশি মানবিক দিক থেকে বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে থাকার চেষ্টা করে। যেকোনো দুর্যোগে আমরা মানুষের পাশে আছি এবং থাকব। মাদক দেশ ও জাতির শত্রু। সমাজ ও মানবতা ধ্বংসের হাতিয়ার। দেশ, জাতি ও সমাজকে রক্ষায় বন্ধুত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
াদক ব্যবসায়ীকে যেকোনো মূল্যে বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সাথে সম্পৃক্ত সে যেই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, ইসলাম পবিত্র ও শান্তির ধর্ম। ইসলাম মানুষকে সহমর্মিতা ও আলোর পথ দেখায়। আলোকিত জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই।