ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে শীতার্তদের পাশে বন্ধুরা

মুন্সীগঞ্জে শীতার্তদের পাশে বন্ধুরা

ক্রমবর্ধমান শীতে কাঁপছে বাংলাদেশ। হাড়কাঁপানো শীতের প্রকোপে দেশের মানুষ প্রচণ্ড শীতে করুণভাবে জবুথবু। একটু উষ্ণতার জন্য দুস্থ শীতার্ত মানুষগুলো রাস্তার পাশে আগুন জ্বালিয়ে বসে থাকছে রাত-ভোর। কেউবা পুরোনো একখানা ছেঁড়াকাঁথা বা কম্বলের নিচে থরথর কাঁপছে শীতে। মানবতার হাত বাড়িয়ে এসব মানবেতর জীবনযাপন করা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন শুভজন বন্ধুরা। মানবিক মানুষ চাই- স্লোগানে এগিয়ে চলা শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন শুভজন বরাবরই মানবতার পাশে দাঁড়ায়। ইংরেজি নববর্ষ ২০২৪ এর শুরুতে এমনই মানবিক কাজ দিয়ে শুরু হলো শুভজনের নতুন বছরের শুভ যাত্রা। শুভজন’র শুভকাজের ধারাবাহিকতায় সম্প্রতি মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী তীরবর্তী এলাকায় দুস্থ ও শীতার্ত প্রৌঢ় মানুষ, খেয়া নৌকার মাঝি, দরিদ্র জেলেদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রচণ্ড শীতে অতিকষ্টে দিনাতিপাত করা শীতার্ত মানুষজন শীত নিবারণের জন্য কম্বল পেয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে অনাবিল খুশিতে আপ্লুত।

শুভজন’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তরুণ রাসেল এবং সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শাহ’র প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ পর্বের কম্বল বিতরণ করা হয়। শুভজন এবং আলোকিত বন্ধু ফোরামের বন্ধুদের অংশগ্রহণে কম্বল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কম্বল বিতরণ কার্যক্রমে নানাভাবে আরো সহযোগিতা করতে এগিয়ে আসেন শুভজন’র সম্মানিত সদস্য কবি শামীমা নাসরীন এবং শুভজন কুমিল্লা অঞ্চলের শাখা প্রধান জননায়ক খ্যাত শুদ্ধপ্রাণের কবি মিজানুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত