আলোকিত বন্ধু ফোরামের সুহৃদ এবং লেখকবন্ধু, আবৃত্তিজন তরুণ রাসেল রচিত আবৃত্তি, শুদ্ধ ও প্রমিত উচ্চারণের কলাকৌশল নিয়ে সমাগত অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ প্রকাশিত হতে যাচ্ছে ‘আবৃত্তির প্রথম পাঠ’ নামে একটি শিক্ষামূলক গ্রন্থ। গ্রন্থটির বিষয়বস্তু এবং নানা বিষয়ে তিনি জানান, ‘আবৃত্তির প্রথম পাঠ’ বইটি একটি বৃহৎ বিষয়ের ক্ষুদ্র প্রকাশ মাত্র। এ বইটির মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার নিজস্ব ধারা ও স্বকীয়তা বজায় রাখতে কিছুটা গাইডলাইন দেয়ার চেষ্টা করেছি। বর্তমানে প্রযুক্তিগত কারণে অন্তর্জালের ব্যাপক বিস্তৃতির ফলে বাংলা ভাষার সঠিক এবং শুদ্ধ চর্চা অনেকটাই হুমকির সম্মুখীন। এক্ষেত্রে প্রমিত উচ্চারণে কথা বলার চর্চাই পারে বাংলা ভাষার স্বকীয়তা ও বৈশিষ্ট্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে। আমাদের বাংলা ভাষার আছে দারুণ এক সংগ্রামের ইতিহাস। ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছ থেকে ভাষার অধিকার ছিনিয়ে নেওয়ার কথা তো আমাদের সবার জানা। ভাষার জন্য এমন সংগ্রাম করবার আর দ্বিতীয় কোনো নজির পৃথিবীতে নেই। যে ভাষার রয়েছে এমন সংগ্রামের ইতিহাস, আছে এমন সমৃদ্ধ সাহিত্যভান্ডার, সেই ভাষা আমাদের; আমরা সবাই গর্বিত বাঙালি। কিন্তু চর্চার অভাব আর অবহেলার কারণে খুব কম বাঙালিই আজ শুদ্ধভাবে বাংলা পড়তে বা বলতে পারেন। অথচ শুদ্ধ ও সুন্দর করে নিজের মাতৃভাষা বাংলায় কথা বলতে পারাটা প্রতিটি বাঙালিরই জাতিগত দায়িত্ব। কেবল আবৃত্তির জন্য নয়, শুদ্ধ উচ্চারণে কথা বলার দক্ষতাও আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন।