ইসলাম পবিত্র ও শান্তির ধর্ম। ইসলাম মানুষকে সহমর্মিতার ও আলোর পথ দেখায়। মানুষের কল্যাণে কাজ করতে অনেক অর্থের প্রয়োজন হয় না, সুন্দর একটি মন থাকলেই হয়।
সমাজকে সুন্দর করে সাজাতে কারো মেধা, কারো সময়, কারো বা অর্থ দিয়ে নিবেদিত থাকবে। রাজধানীর কদমতলীতে মাদরাসাতু জাবালে নূরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল উপহার দেয়া হয়। অত্র মাদরাসার একাডেমিক ইনচার্জের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর ও মাদরাসাতু জাবালে নূরের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন। পড়াশুনা করে শিক্ষার্থীরা ভালো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, কেবল শিক্ষা দান নয়, নৈতিক মূল্যবোধ বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সংবাদ ও সুষ্ঠু সংস্কৃতির মাধ্যমে দেশের কল্যাণে আলোকিত বন্ধু ফোরাম প্রত্যন্ত অঞ্চলে যে ভূমিকা রেখে চলেছে সত্যিই প্রশংসনীয়। সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে সব বয়সি মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বন্ধু ফোরামের সব ধরনের ভালো কাজে মাদরাসাতু জাবালে নূরের পরিবারে সবাইকে যুক্ত রাখার আগ্রহ প্রকাশ করেন।