ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নকলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

নকলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

শেরপুরের ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব পরিবারের উদ্যোগে শতাধিক অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ‘হাসিমুখ দেখতে সবার, জয় হোক মানবতার’ এ স্লোগানকে ধারণ করে গত রোববার দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু প্রমুখ।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে পরিচালিত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব পরিবারের সদস্যরা তাদের নিজেদের সামর্থের মধ্যে থেকে অসহায় ছিন্নমূল মানুষের মুখে হাসি দেখার ক্ষুদ্র প্রয়াসকে স্বাগত জানান বক্তারা। তারা বলেন, নকলা প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও এলাকার অসংঘতিগুলো প্রচার-প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা লেখালেখির পাশাপাশি বরাবরই অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার নজির স্থাপন করে চলছেন। এলাকার সার্বিক উন্নয়নে নকলা প্রেসক্লাবের সাংবাদিকদের লেখালেখির ধরন এবং দেশ ও জাতির উন্নয়নে প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেদের সাধ্যের মধ্যে অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ভূমিকা পালন করায় অতিথিবৃন্দ প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, নকলা থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য মাহবুবর রহমান, রেজাউল হাসান সাফিত ও মো. শীমানুর রহমান সুখনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা, বীর মুক্তি যোদ্ধারা, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ছিন্নমূল শীতার্ত নর-নারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত