ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলো ছড়ানোর শপথ নিয়ে এগিয়ে যাব

আলো ছড়ানোর শপথ নিয়ে এগিয়ে যাব

শিক্ষাই শক্তি, সভ্যতা ও সামাজিক অগ্রগতির মূল অনুঘটক শিক্ষা। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং দৃঢ় আত্মবিশ্বাস শিক্ষাকে পরিপূর্ণ করে। সুশিক্ষার মাধ্যমে মানুষ মানবিক কল্যাণে নিবেদিত থাকার যোগ্যতা অর্জন করে। এভাবেই নতুন প্রজন্মদের প্রতি সুন্দর কথাগুলো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনজুরুল মজিদ মাহমুদ সাদি।

সম্প্রতি মনোহরদী প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের প্রতি গভীর ভালোবাসা নিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারুণ্যেকে এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে। তরুণদের শক্তি ও সাহসের কাছে যে কোনো অপশক্তি পরাজয় মানতে বাধ্য।

তিনি আরো বলেন, মেধা, যোগ্যতা ও সুন্দর লেখনীর মাধ্যমে নির্মিত হবে সুন্দর বাংলাদেশ। এ সময় তিনি আলো ছড়ানোর শপথ নিয়ে দেশ গড়ার কাজে উপস্থিত সংবাদকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত