জাতির শ্রেষ্ঠ সম্পদ হলো আজকের শিশুরা। তারা দেশের ভবিষ্যৎ কর্ণধার। তারা একদিন বড় হয়ে এক গৌরবময় ও ঐতিহ্যপূর্ণ অধ্যায় সৃষ্টি করবে। শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ। যেখানে শিশু নিজেকে নিজের মতো করে তৈরি করার সুযোগ পায়। তাই সুশিক্ষার মাধ্যমে শিশুর জন্য আদর্শ পরিবেশ গড়ে তোলা হচ্ছে একজন নাগরিকের নৈতিক দায়িত্ব। এভাবেই শিশুদের প্রতি মমতাবোধ নিয়ে কথাগুলো বলেন শিশুদের প্রিয় লেখক ও কবি জানে আলম মুনসী। তারা চিন্তা চেতনা সব সময়ে শিশুদের অন্তরজুড়ে। চাকরি জীবনে বাংলাদেশ পুলিশে ডিএমপির ওয়ারী বিভাগের ওয়ারী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। শত ব্যস্ততার মধ্যেও নিজের সৃজনশীল ভাবনা ফুটিয়ে তুলেছেন কোমলমুখী শিশুদের প্রতি। অমর একুশে বইমেলায় শিশুদের জন্য বই প্রকাশ করেছেন আধুনিক ছড়াকাব্য ডাংগুলি, চাঁদের বুড়ি, হুতোমপ্যাঁচার ডায়েরি ও ভূতের সাথে আড্ডা। বইগুলো পাওয়া যাবে পাঞ্জেরী পাবলিকেশনস লি:, আরো প্রকাশন (শিশু কর্নার) ও মেট্রোপলিটন পুলিশ স্টলে। বইগুলোর প্রতিটি লাইনে রয়েছে লেখকের স্নিগ্ধ ভালোবাসা। কবি জানে আলম মুনসী মনে করেন শিশুর পড়ালেখা ও প্রতিভা বিকাশে এবং শিশুবান্ধব পরিবেশ গঠনে বই পড়ার অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা। সুস্থ-সুন্দর সামাজিক পরিবেশ শিশুর মেধা ও মননশীলতা বিকাশে অত্যাবশ্যকীয় প্রভাবক হিসেবে কাজ করে। তাই সমাজ হতে হবে শিশুবান্ধব ও শিশুশিক্ষা উপযোগী। সমাজে সমবয়সি ও বড়দের কাছ থেকে শিশুর অনেক কিছু শেখার আছে।