ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকার কদমতলী-শ্যামপুরে ছিন্নমূল মানুষের মুখে হাসি

ঢাকার কদমতলী-শ্যামপুরে ছিন্নমূল মানুষের মুখে হাসি

‘মানবিক মানুষ চাই’- স্লোগানে এগিয়ে চলা শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন ‘শুভজন’ একটি সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুভজন’র মানবিক কর্মসূচির আওতায় চলমান শীতে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে কর্মসূচি। শুভজন’র শুভকাজের ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর কদমতলী ও শ্যামপুর এলাকায় প্রায় ছয় শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল উপহার দেয়া হয়। শুভজন’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তরুণ রাসেল এবং সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শাহ’র প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং সিটি ব্যাংক এনএ’র সৌজন্যে এ পর্বের কম্বল বিতরণ করা হয়। এ পর্বের কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ সংসদীয় আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. মোঃ আওলাদ হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজন’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন চৌধুরী জসিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কম্বল বিতরণ কার্যক্রমে নানাভাবে আরো সহযোগিতা করেন পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরাম ঢাকা ও শুভজন পূর্বাঞ্চলের সদস্য মোঃ কাওসার এবং শুভজন সদস্য স্বপন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত