একুশে বইমেলায় তরুণ রাসেলের শিশুতোষ গ্রন্থ ‘বর্ণমালার আলো’
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আল-আমিন সুমন
আলোকিত বন্ধু ফোরামের সুহৃদ এবং লেখকবন্ধু তরুণ রাসেল রচিত শিশুতোষ গ্রন্থ ‘বর্ণমালার আলো’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ। বইটি প্রসঙ্গে লেখক বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা বর্ণমালার মাধ্যমে নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে, তাদের মধ্যে শুভ বোধের জাগরণ তুলতে এবং বর্ণ দিয়ে শব্দ গঠন ও বাংলা বর্ণ লিপির সাথে পরিচয় করিয়ে দিতে আমার আপ্রাণ চেষ্টার নাম ‘বর্ণমালার আলো’। আমার বিশ্বাস, ‘বর্ণমালার আলো’ বইটি পাঠের মাধ্যমে শিশুমনে সুনির্মল আলোড়নের ঢেউ আন্দোলিত হবে। শিশুরা আলোকিত মানুষ হওয়ার দীক্ষা পাবে। শুদ্ধ মননের অনুপ্রেরণা লাভ করবে। এই বইয়ে বাংলা বর্ণলিপির প্রতিটি বর্ণ-অক্ষর দিয়ে শব্দ গঠনে শুরু হয়েছে একেকটি ছড়া-কবিতা। যার মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করার প্রয়াস চালানো হয়েছে। একইসাথে প্রতিটি অক্ষর বা বর্ণকে শিশুরা নিজের মতো করে তাদের স্বপ্নের রঙে রঙিন করে আঁকতে পারে এজন্য প্রত্যেকটি অক্ষরের রেখাচিত্র দেয়া হয়েছে। পরিচয় করিয়ে দেয়া হয়েছে বাংলা বর্ণলিপিতে ওই বর্ণের অবস্থান এবং ধরন সম্পর্কে। আমরা জানি, আমাদের বাংলা ভাষার আছে দারুণ এক সংগ্রামের ইতিহাস। ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছ থেকে ভাষার অধিকার ছিনিয়ে নেওয়ার কথা তো আমাদের সবার জানা। ভাষার জন্য এমন সংগ্রাম করবার আর দ্বিতীয় কোনো নজির পৃথিবীতে নেই। যে ভাষার রয়েছে এমন সংগ্রামের ইতিহাস, আছে এমন সমৃদ্ধ সাহিত্যভান্ডার, সেই ভাষা আমাদের; আমরা সবাই গর্বিত বাঙালি।