সমাজের উন্নয়নে নতুনদের কাজ করতে হবে
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বন্ধু ফোরাম ডেস্ক
শিক্ষাই শক্তি, সভ্যতা ও সামাজিক অগ্রগতির মূল অনুঘটক শিক্ষা। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং দৃঢ় আত্মবিশ্বাস শিক্ষাকে পরিপূর্ণ করে। সুশিক্ষার মাধ্যমে মানুষ মানবিক কল্যাণে নিবেদিত থাকার যোগ্যতা অর্জন করে।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশের প্রতি গভীর ভালোবাসা নিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারুণ্যেকে এগিয়ে আসতে হবে। মেধা, যোগ্যতা ও সুন্দর লেখনীর মাধ্যমে নির্মিত হবে সুন্দর বাংলাদেশ। সুন্দর কথাগুলো নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও বন্ধু ফোরামের এ শাখার উপদেষ্টা শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, বন্ধুত্বের মাধ্যমে সমাজের উন্নয়নে নতুনদের কাজ করতে হবে। স্বাধীনতা, কর্তব্যনিষ্ঠা, কৃতজ্ঞতাবোধ, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা, বন্ধুত্ব সবকিছু মিলে দেশের কল্যাণে আমাদের ভালো মানুষ হতে হবে।