ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতির শ্রেষ্ঠ সম্পদ আজকের শিশুরা

জাতির শ্রেষ্ঠ সম্পদ আজকের শিশুরা

শিশুদের নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠার জন্য এবং তাদের মনন ও মেধার বিকাশের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ নিশ্চিত করা। এ দায়িত্ব পিতা, মাতা, অভিভাবক, শিক্ষকসহ সমাজের প্রতিটি দায়িত্বশীল সচেতন নাগরিকের। জাতির শ্রেষ্ঠ সম্পদ আজকের শিশুরা।

দেশের ভবিষ্যৎ কর্ণধার। তারা একদিন বড় হয়ে এক গৌরবময় ও ঐতিহ্যপূর্ণ অধ্যায় সৃষ্টি করবে। শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ। সুন্দর কথাগুলো বলেন, নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। সম্প্রতি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর। তিনি আরো বলেন, শিক্ষা মানে আচরণে ইতিবাচক পরিবর্তন বা মানবিক উন্নয়ন সাধন। শিশুর সুকুমারবৃত্তির বিকাশের প্রয়োজনীয় যথাযথ আয়োজন করা। সৃজনশীল এ আয়োজনে সভাপতিত্ব করেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও আলোকিত বন্ধু ফোরাম এ শাখার আহ্বায়ক মো. আজিজুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত