ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিশু মুজিব

জানে আলম মুনশী
শিশু মুজিব

জাতির পিতা বঙ্গবন্ধু

শেখ মুজিব তার নাম।

গোপালগঞ্জে জন্মেছিল,

টুঙ্গিপাড়া গ্রাম।

বাবা-মায়ে আদর করে

খোকা নামে ডাকতো।

নম্র-ভদ্র ছোট্ট খোকাণ্ড

ন্যায়ের পথে থাকতো।

হ্যাংলা-পাতলা গঠন-গাঠন

সবার সাথে মেলতো,

পাড়ার ছেলে বন্ধু বান্ধব

এক সাথে সব খেলতো।

ছোট্ট মুজিব গ্রামের সেই-

পাঠশালাতে পড়তো,

ময়-মুরুব্বি সামনে পড়লে

সালাম-শ্রদ্ধা করতো।

সবাই তাকে বাসতো ভালো

শুনতো তাঁহার কথা,

খেলাধুলা সমাজসেবায়

মুজিব তাদের নেতা।

দিনে দিনে তাঁহার সুনাম

ছড়িয়ে গেল বেশ।

ছোট্ট খোকা বড় হয়ে

স্বাধীন করল দেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত