অপরাজেয় সংকল্পের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

দিশাহারা একটি জাতির সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। যখন পরাধীনতা ও দাসত্বের শেকলে আটকা পড়েছিল দেশ, এমন এক দুঃসময়ে সাহস এবং তিনি ছিলেন অসাধারণ দৃঢ় চরিত্রের নির্ভীক ব্যক্তিত্ব। তিনি তার পুরো জীবন ব্যয় করেছিলেন ঘুমন্ত জাতির জাগরণের পেছনে।

আত্মশক্তিতে শক্তিশালী করে জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বাধীনতার দিকে। জাতির জনকের মতো নেতাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এ বাংলাদেশ। সুন্দর কথাগুলো বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, পিপিএম(বার)। তিনি বলেন, তার জন্ম দিনে আমরা অনুপ্রাণিত হই আমাদের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে। উদ্বুদ্ধ হই অগ্রগতির পথযাত্রায় এগিয়ে যেতে।