এই দেশ ও সমাজ আমাদের। পবিত্রতার শপথ নিয়ে আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করবো। মানুষের উপকারে আসব, দেশের জন্য কাজ করব। অসহায়দের মুখে হাসি ফোটাব, তবেই আমাদের জীবনের স্বার্থকতা। বন্ধুদের উদ্দেশে কথাগুলো বলেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অতিথিরা মাদক, জঙ্গিবাদেও বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সুন্দর কথাগুলো বলেন, নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, অসুন্দর কাজ পরিহার করতে হবে। উন্নত পরিবেশ ও শিক্ষা দানে আমাদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তবেই আমরা ভালো থাকতে পারব। তারুণ্যের হাতের মুঠোয় পুরো বিশ্ব। সততা, নিষ্ঠার শিক্ষায় নিজেকে যুক্ত রাখলে সফল হওয়া যাবে। শুধু নিজে ভালো থাকলে হবে না। সবাইকে নিয়ে ভালো থাকার মানসিকতা আমাদের থাকতে হবে।