নিজের বিবেক ও মানসিক চেতনা সুন্দর করতে হবে

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

সামাজিক, পারিবারিক ও নিজের মধ্যে শান্তিময় পরিবেশ তৈরি করতে হলে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার শপথ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পাঠ্যশিক্ষা নয়, শিল্প-সংস্কৃতি, সাহিত্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। নবারুণ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শেখ মো. হোসেন আলী এসব কথা বলেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজসেবকদের অংশগ্রহণে শিক্ষামূলক আয়োজনটি ছিল উৎসবমুখর। তিনি বলেন, সুন্দর মনন আর প্রচেষ্টার মাঝেই রয়েছে জীবনের সফলতা। সমাজের প্রতিটি মানুষ যদি হিংসা-বিদ্বেষ ভুলে ভালো কাজে নিজেদের নিবেদিত করে, তাহলে সমাজে উন্নয়নের ছোঁয়া বেড়েই চলবে।