কথা বলার ইচ্ছেটা
আর আগের মতো নেই।
হারিয়ে গেছে বাঁকে।
দেখার আকাঙ্ক্ষা ক্ষীণ। আজ,
ঘুম জরানো চোখে।
প্রিয়ো
ঘুমের আবেশ থাকুক।
আমার ইচ্ছে
গুলোর মৃত্যু হোক।
তুমি আর নও সেই তুমি।
যাকে আমি খুব করে চিনি।
হাজারো বদল তোমার
নতুনের সাথে মিশে।
আমার বৃষ্টি ভেজা আকাশ।
রং ধনু গেছে মুছে।
স্বপ্ন আমার,
পায়ের ধুলোয় গেছে মিশে।
সেই দিন।
সেই কালের করাল গ্রাসে।
সে এমন থাবা,
আমি বইবো চিরকাল।
হাজার মুছলেও,
সে বুছবেনা।
থাকবে অনন্ত কাল।
সেই স্বপ্নীল,
স্বর্ণালি দিনের শোকে।
আমি আজও বিভোর
থাকি অনমনা অসুখে।