কবিতা
স্বাধীনতার মূল্য
জানে আলম মুনশী
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাধীনতার হাট বসেছে
নিত্য নতুন পণ্য।
ইচ্ছা মতো সওদা করো
জীবন করো ধন্য।
কোথায় মজলুম, নির্যাতিতা
পিছিয়ে পরার দল,
জেগে কেন করিস তোরা
ঘুমিয়ে থাকার ছল।
একাত্তরে বীজ বুনেছি
রক্তে ভেজা ঘামে।
সস্তা মূল্যে বিক্রি করছি
কিনে চড়া দামে।
সূর্যসেনার রক্তে ভেজা
স্বাধীনতার মূল্য,
হিরা মুক্তা পান্না দিয়ে
হয় কি তাহার তুল্য?
যেই বাগানে হাসনা হেনা
জুঁই চামেলি ফুটে।
সেই বাগানের মালি হয়ে
ফুল কেন খাও লুটে?
সোনার দামে কিনে এনে
বিক্রি করি দস্তায়,
ঘরে ঘরে স্বাধীনতা
বিলিয়ে দিলাম সস্তায়।