ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান

বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান

মহান স্বাধীনতার মাস মার্চের ৩১ তারিখে স্বাধীনতা সংগ্রামের একজন বীর সেনানী শরীয়তপুরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মজিদ মৃধার বীরত্বপূর্ণ স্মৃতির প্রতি সশ্রদ্ধ সম্মানপ্রদর্শন করলেন আরো একজন আদর্শ ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম...এর সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন পিপিএম। গত রোববার রাজধানীর কদমতলী থানাধীন মাদরাসাতু জাবালে নূর আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল পরবর্তী সময়ে বিশিষ্ট লেখক ও গবেষক তরুণ রাসেল এর হাতে তার পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ মৃধাকে নিয়ে লেখা দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনের স্মারক মানপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুক্তিযোদ্ধার সন্তান ডিসি ওয়ারী মুহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান মুহাম্মদ আশরাফ উদ্দিন এবং ডিএমপি কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। স্মারক মানপত্র তুলে দেয়ার প্রাক্কালে ডিসি ওয়ারী মুহাম্মদ ইকবাল হোসাইন পিপিএম বলেন- মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কঠিন আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেকে নিয়েও গর্ববোধ করি। আমার বাবাও এ দেশের জন্য নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ তাদের কল্যাণেই আমরা বিশ্বের দরবারে একটি আত্মশক্তিতে বলীয়ান জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। মুক্তিযোদ্ধার সন্তানরাও তাদের কর্ম ও চেতনায় মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে লালন করে। তারাও দেশপ্রেমের মশাল জ্বেলে এগিয়ে চলছে দেশের কল্যাণে। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা...এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ মৃধা চাচাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং সম্মান প্রদর্শন করছি। সেই সঙ্গে সকল শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত