ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলোর পথে এগিয়ে যাওয়ার শপথ

আলোর পথে এগিয়ে যাওয়ার শপথ

ঢাকার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে অত্র থানায় বসবাসরত সব সাংবাদিকদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ মাহফুজ। ২০০৯ সালে এই সংগঠনটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় এবং সরকারি অনুমোদন লাভ করে। দীর্ঘ ১৫ বছর ধরে সকলে মিলে সাংবাদিকদের অধিকার আদায়ে এবং সমাজে-রাষ্ট্রে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আশিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সকলে একে একে সকলের পরিচয় প্রদান করেন এবং রাকিবুল ইসলাম মিলন, আনিস ও এম এইচ মাসুদের তত্ত্বাবধানে নতুন সবাই ফরম পূরণ করে আরো অনেকে সদস্য হোন। মূল আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল। এছাড়া আমির হোসেন আমু, মো: আনোয়ার আকাশ, এম এইচ মাসুদ, অ্যাডভোকেট মহিউদ্দিন, কাজী হানিফ, সরকার জামালহারুন অর রশীদ, মো: সোলাইমান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, অ্যাডভোকেট ওয়াহিদুন নবী বিপ্লব, মো: নাসির মোল্লা, এস কে সবুজ, মোস্তাফিজুর রহমান মিলন, সমাজসেবক মো: উজ্জ্বল আহমেদ বক্তব্য রাখেন। দৈনিক আলোকিত বাংলাদেশের আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ উদ্দিন মুঠোফোনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সব ধরনের মানবিক কাজে বন্ধু ফোরামের সহযোগিতা থাকার আসশাস দেন। কদমতলী থানা প্রেসক্লাবের আগামীর নির্বাচনকে সামনে রেখে মহতি এই আয়োজনে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী এক মাসের মধ্যে ক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে ঈদ পরবর্তী সময়ে একটি জমকালো ঈদ পুনর্মিলনীর আয়োজন করতে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে শেখ হেলাল, সদস্য সচিব হিসেবে যৌথভাবে সুমন চৌধুরী ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট মহিউদ্দিন, আনোয়ার আকাশ, সরকার জামাল, রুবেল গাজী, মো: সোলাইমান, এম এ হালিম হানিফ কাজী ও মোস্তাফিজুর রহমান মিলন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত