বৈশাখ মানে

জানে আলম মুনশী

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বৈশাখ মানেই পান্তা-ইলিশ

বৈশাখ মানে মেলা,

বৈশাখ মানে মেঘলা আকাশ

কালবৈশাখির খেলা।

বৈশাখ মানে তপ্ত আকাশ

ভ্যাবসা গরম পড়া।

বৈশাখ মানে উষ্ণ হওয়া

নিদারুণ এক খড়া।

বৈশাখ মানে নতুন বছর

নতুন স্বপ্ন নতুন দিন,

বৈশাখ এলেই বাঙালিদের

মনে বাজে খুশির বীন।

বৈশাখ মানে লাল শাড়ি আর

ঝুমকা রাঙা কানের দুল,

বৈশাখ মানেই খোপায় পড়া,

হলুদ গাঁদা সাদা ফুল।

বৈশাখ মানে ঢোলের বাদ্য

জারি সারি বাউল গান,

বৈশাখ এলেই বাঙালিদের

জেগে ওঠে নতুন প্রাণ।

বৈশাখে এলেই মঙ্গল শোভা

শুভ যাত্রা করে,

বৈশাখ মানে প্রাণের উৎসব

বাঙালি ঘরে ঘরে।