গ্রামীণ কৃষ্টি ও সংস্কৃতি পহেলা বৈশাখ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আশরাফ উদ্দিন
নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে ওঠে, নতুন জামা কাপড় পরে এবং আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়ি ঘর পরিষ্কার করা হয় এবং সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। কয়েকটি গ্রামের মিলিত এলাকায়, কোন খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখি মেলার। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানারকম পিঠা পুলির আয়োজন। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। এই দিনের একটি পুরোনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। পহেলা বৈশাখ নিয়ে সুন্দর কথাগুলো বলেন, র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম (বিপিএম)। শিশুদের নিয়ে হরেক রকমের আনন্দ আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর। প্রাণবন্ত আয়োজনে উপস্থিত ছিলেন পুনাক সদস্য মাহফুজা শারমীনসহ অনেকে।