ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মায়ের ভালোবাসা

জানে আলম মুনশী
মায়ের ভালোবাসা

ঘরের কোনে একটি পাখি

বাসা বেঁধে থাকে।

ভোর না হতেই মিষ্টি সূরে

কিচির মিচির ডাকে।

সেই পাখিটির দুটি ছানা

খিল-খিলাইয়া হাসে,

বাবা-মায়ে হয়তো তাদের

অনেক ভালোবাসে।

গাছের ডালে বাসা বেঁধে

দিন কেটে যায় সুখে।

মা পাখি দেয় ছোট্ট ছানার

খাবার তুলে মুখে।

ঝড় বৃষ্টি মেঘের ভিতর

গাছের ডালেই থাকে,

মা পাখিটা ডানার তলে

আগলে তাদের রাখে।

পাখির ডাকে ঘুমায় খোকা

পাখির ডাকে জাগে,

মিষ্টি মধুর সুরটা খোকার

অনেক ভালো লাগে।

সবারই তো ভালো লাগে

ভালোবাসা পেতে,

ইচ্ছে করে পাখির মতো

মায়ের ঠোটে খেতে।

হারিয়ে গেছে মা-জননী

কোথায় তাকে পাবো,

কেমন করে মায়ের হাতে

এমন করে খাবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত