ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্ধুদের আয়োজনে স্বপ্নজয়

বন্ধুদের আয়োজনে স্বপ্নজয়

সম্প্রতি একুশে টেলিভিশনে প্রচারিত হয়েছে একটি অন্যরকম সাহিত্য সাংস্কৃতিক টেলি ম্যাগাজিন ‘স্বপ্নজয়’। ক্ষুদে প্রতিভার রাজ্য তথা কেপিআর নিবেদিত ভিন্নধর্মী এ অনুষ্ঠানে দেশের বিভিন্নপ্রান্তে ছড়িয়ে থাকা অদম্য মেধাবী আবৃত্তিকার ও উপস্থাপকদের তুলে ধরা হয়, তাদের নান্দনিক সব পরিবেশনার মাধ্যমে। আলোকিত বন্ধু ফোরামের বন্ধু এবং কেপিআর দ্য লিডার অ্যাডভোকেট ইমরান খানের প্রযোজনা ও পরিচালনায় স্বপ্নজয় অনুষ্ঠানের মূল উপস্থাপনা ও গ্রন্থনা করছেন আবৃত্তিশিল্পী তরুণ রাসেল। অনুষ্ঠানের প্রথম দুই এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টিভি তারকা অভিনেত্রী দীপা খন্দকার। স্বপ্নজয় টিভি অনুষ্ঠানের দুই পর্বে সারাদেশ থেকে প্রায় ৬০ জনের মতো নবীন আবৃত্তিশিল্পী ও উপস্থাপক, উপস্থাপিকা অংশগ্রহণ করেন। স্বপ্নজয় টিভি অনুষ্ঠান সম্বন্ধে কেপিআর দ্য লিডার ইমরান খান বলেন- আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্য প্রেমি বহুমুখী সৃজনশীল মেধাবীদের। যারা কবিতা ভালোবাসেন এবং আবৃত্তি ও উপস্থাপনায় নিজেদের মেধার পরিচয় প্রকাশ স্বমহিমায় উজ্জ্বল, তাদের নিয়েই আমাদের এ আয়োজন। স্বপ্নজয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপভোগ করব, স্বীয় স্বপ্নকে জয় করতে এগিয়ে চলা অদম্য মেধাবীদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত