ওয়ারী থানার অফিসার ইনচার্জ জানে আলম মুনশী ওয়ারী থানাধীন গোপীবাগ রেল গেটস্থ বিসমিল্লাহ জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। খুতবা শুরুর আগে তিনি এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস দমনে ওয়ারী থানা পুলিশ সর্বদা তৎপর। এলাকাবাসীরা যদি বাসাবাড়িতে সিসি ক্যামরা লাগিয়ে তাদের সহায়তা করেন, তাহলে চিরতরে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ হবে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে মা-বাবার ভূমিকা সবচেয়ে বেশি। তার পাশাপাশি এলাকার সচেতন নাগরিকরা যদি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে পুলিশের জন্য কাজটি সহজ হয়। অফিসার ইনচার্জ আরো বলেন- কিশোর গ্যাং তারা তো আমাদেরই ছেলেমেয়ে। তাদের সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব বাবা-মায়ের। প্রত্যেক বাবা-মা যদি নিজের সন্তানের প্রতি খেয়াল রাখেন, তাহলে কিশোরের জ্ঞান আসবে কোথা থেকে? ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা বাবা-মায়ের দায়িত্ব। এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধের জন্য প্রত্যেক বাড়িতে এবং রাস্তায় সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান করে তিনি তার বক্তব্য শেষ করেন। নামাজ শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মসজিদ কমিটির লোকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।