ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কবিতা

স্বস্তির বৃষ্টি

জানে আলম মুনশী
স্বস্তির বৃষ্টি

দাপদাহ ফুরিয়ে-

প্রাণ গেল জুড়িয়ে।

আহা কি যে স্বস্তি,

এসো করি মাস্তি।

বিধাতার সৃষ্টি

শান্তির বৃষ্টি।

গাছ নাই, ফল নাই।

খালে বিলে জল নাই।

সংসারে সংসয়

কই গেল জলাশয়।

সূর্যটা রাগ করে

দিনরাত ভাগ করে।

উষ্ণতা ছড়িয়ে-

তাপ দেয় বাড়িয়ে।

কেন করো ফোস ফোস

খুঁজে দেখ কার দোষ?

ডেকে কয় সূর্য

আগে ধরো ধৈর্য্য।

মানুষ আর প্রকৃতির

এ কেমন দ্বন্দ্ব?

সেই রাগে প্রকৃতি

হারিয়েছে ছন্দ।

খাল, বিল জলাশয়

ঠিক রাখো মহাশয়।

গাছে মাছে গড় দেশ।

সুস্থ সুন্দর পরিবেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত