সংস্কৃতি, সভ্যতা ও সামাজিক অগ্রগতিতে শিক্ষার বিকল্প নেই। পরিবার, সমাজ, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত না থাকলে আলোকিত জাতি গঠন সম্ভব নয়। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে মেধার সঠিক চর্চা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুনদের এগিয়ে আসতে হবে। ইহতেশামুল হক ফয়সাল নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, আলোকিত দেশ গঠনে সুন্দর কাজের মাধ্যমে নতুনরা এগিয়ে যাবে। শিক্ষার পাশাপাশি মানবিক উন্নয়নে তরুণরা নিবেদিত থাকলে দেশের সম্মান বৃদ্ধি হবে খুব সহজেই। তিনি আরো বলেন, নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে। মানবতাবোধ নিজের না থাকলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী বন্ধুদের অংশগ্রহণে আনন্দ আয়োজন করা হয়। এ সময় জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা আক্তার, সহকারী শিক্ষক সাবিনা ম্যাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান, মনিরুজ্জামান রানাসহ অনেকে।