আলোকিত বাংলাদেশ বিনির্মাণে স্টামফোর্ড ইউনিভার্সিটি বন্ধুদের আয়োজন
প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তরুণ রাসেল
‘ফোনচালিত রোবোটিক্স : ভবিষ্যতের পথে’ শিরোনামে সম্প্রতি একটি সফল কর্মশালা আয়োজন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং রোবোটিক্স ক্লাবের সম্মানিত কনভেনর শাইখুল আরেফিন খানের পরিচালনায় কর্মশালার শুভ উদ্বোধন করেন এ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ড. বি সি বসাক। কর্মশালায় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি, তড়িৎ প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী প্রক্টর মোকাররম হোসেন চৌধুরী এবং রায়হান উদ্দীন। কর্মশালার প্রধান আলোচক ফেবোট্রোনিক্স কোম্পানির চেয়ারম্যান শাহেদ আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল চৌধুরী স্মার্টফোনের শক্তিশালী প্রসেসর, সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে কীভাবে রোবোটিক সিস্টেমগুলোকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করেন। ফেবোট্রোনিক্স কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা নূর আলম সিদ্দিক দেখান কীভাবে শিক্ষার্থীরা ফোনচালিত রোবোট ব্যবহার করে কোডিং এবং রোবোটিক্স শিখছে। কর্মশালার প্রধান আকর্ষণ বিশেষ সেশনে ক্লাবের সদস্যরা একটি রোবো গাড়ি তৈরি করার পদ্ধতি শিখেছেন এবং কীভাবে এটি ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইইই ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মো. মোকাররম হোসেন চৌধুরী, লেকচারার রায়হান উদ্দীন এবং ক্লাবের কনভেনর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক শাইখুল আরেফিন খান।