ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানবতার সেবায় নিবেদিত থাকার আহ্বান

মানবতার সেবায় নিবেদিত থাকার আহ্বান

সংস্কৃতি, সভ্যতা ও সামাজিক অগ্রগতিতে শিক্ষার বিকল্প নেই। পরিবার, সমাজ, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত না থাকলে আলোকিত পরিবার গঠন সম্ভব নয়। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে মেধার সঠিক চর্চা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুনদের এগিয়ে আসতে হবে। ডা. মাশিয়াত ফারুক তুষার নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, আলোকিত দেশ গঠনে সুন্দর কাজের মাধ্যমে নতুনরা এগিয়ে যাবে। মানবিক উন্নয়নে তরুণরা নিবেদিত থাকলে দেশের সম্মান বৃদ্ধি হবে খুব সহজেই। ডিসি ইকবাল হোসাইন বলেন, নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে। মানবতাবোধ নিজের না থাকলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। রাজধানীর দনিয়ায় ইমপেরিয়াল রয়েল হসপিটাল এর ইউনিট (২) দোয়ার আয়োজনে অতিথিরা এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পাভেল রহমান, কদমতলী থানার ওসি আবুল কালাম আজাদসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত