প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের তিনজন জাতীয় অ্যাথলেটকে ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫ লাখ টাকা করে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। সাথে ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ জায়েদুল আলম, বিপিএম, পিপিএম (বার), ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)। ৫ লাখ টাকা করে যারা চিকিৎসা সহায়তার চেক পেলেন তারা হলেন- সাবেক জাতীয় অ্যাথলেট মোঃ বনি আমিন, সাবেক জাতীয় অ্যাথলেট রুনা লায়লা ও বর্তমান হাইজাম্পের জাতীয় অ্যাথলেট উম্মে হাফসা রুমকি। অ্যাথলেটিক্সের এই সহায়তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী কর্তৃক কিছুদিন আগেও যাদের চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করেছেন, তারা হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট রওশন আক্তার ছবি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ফরিদ খান চৌধুরীর স্ত্রীর জন্য এবং সাবেক অ্যাথলেট এ কামালকে চিকিৎসা সহায়তা প্রদান করেন। চিকিৎসা সহায়তার পাশাপাশি দুস্থ ও অসচ্ছল সাবেক ও বর্তমান অ্যাথলেটদের ফেডারেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক সহযোগিতা প্রদান করবেন বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সম্মানিত সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।