ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চোর-পুলিশ খেলা

জানে আলম মুনশী
চোর-পুলিশ খেলা

চোরটা যখন পালিয়ে গেল

বুদ্ধি এলো মাথায়।

ভাবছি চোরের নামটা লেখাই

পুলিশেরই খাতায়।

থানায় যেয়ে মামলা দিলাম

দারগা বাবুর কাছে,

সাথে সাথে আসলো পুলিশ

আমার পাছে পাছে।

কেমনে ভাংলো লোহার তালা

কেমনে ডুকলো ঘরে?

দারগা বাবু একটা পর

একটা প্রশ্ন করে।

চোরটা কেমন বলতে পারেন

সাদা কিংবা লাল?

একটা চোরকে গলির মোড়ে

দেখছি খাড়া কাল।

কত চোরই সাধুর বেশে

চোখে পড়ে রোজ,

সাধুর দেশে সবাই সাধু

কে রাখে তার খোঁজ।

দারগা বাবু খুব সিরিয়াস

চোরটা ধরার জন্য,

সিপাহী কয় রাখেন বাবু

ঘটনা তো অন্য।

মামলা দিয়ে লাভ কী বলেন

চোর কি থানায় থাকে?

চোর ডুকেছে এই সমাজের

প্রতি বাঁকে বাঁকে।

সিপাই বাবুর কথা শুনে

চমকে উঠি আমি।

সিপাই হলেও লোকটা কিন্তু

কথা বলছে দামি।

এই সমাজের সবাই ভালো

মুখে তাদের মধু।

অন্ধকারে যাই করুক না

প্রকাশ্যে সব সাধু।

এমনি করে সাধুর মাঝে

চোর পালালে তবে?

বলো দেখি আসল চোরের

বিচার কভু কবে?

এই দুনিয়া রঙ্গশালা

দুই দিনেরই মেলা।

আমরা সবাই খেলছি সেথায়

চোর পুলিশের খেলা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত