কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন পরিষদকে বন্ধু ফোরামের অভিনন্দন

দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মো. সুমন চৌধুরী সভাপতি এবং দৈনিক আমার সংগ্রামের বার্তা সম্পাদক মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আল-আমিন সুমন

রাজধানী ঢাকার কদমতলী থানাধীন বসবাসরত একঝাঁক প্রবীণ ও নবীন সাংবাদিক একত্রিত হয়ে কদমতলী থানা সাংবাদিক ক্লাব নামে একটি ক্লাবের আত্মপ্রকাশ করে। রায়েরবাগে অ্যাডভোকেট মহিউদ্দিনের নিজস্ব অফিস কার্যালয়ে একত্রিত হয়ে ওই নামে সংগঠন করার জন্য সবাই সম্মতি দেন। এ সময় কদমতলী থানার বসবাসরত সব সাংবাদিক কণ্ঠ ভোটের মাধ্যমে, দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মো. সুমন চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমার সংগ্রামের বার্তা সম্পাদক মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকাল পত্রিকার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করেন। সম্প্রতি এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার সভাপতিত্ব করেছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন, সঞ্চালনা করেছিলেন সিএনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার, কেএম সোলায়মান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক প্রতিদিনের বার্তার প্রকাশক ও সম্পাদক, মো. ফিরোজ শাঁই, প্রতিদিন খবরের সম্পাদক সরকার জামাল, সিএনএন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাব সদস্য মোল্লা নাসির উদ্দিন, দৈনিক দেশ পত্রিকার মফস্বল সম্পাদক ও এশিয়ান টিভির ফতুল্লা থানা প্রতিনিধি রাহাদ হোসেন, দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রধান প্রতিবেদক আবুল কালাম আজাদ, দৈনিক সকালের সময়ের লিগেল অ্যাডভাইজার, অ্যাডভোকেট ওয়াহিদুন নবী বিপ্লব, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার অনলাইন ইনচার্জ ইবনে ফরহাদ তুরাগ, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান মিলন, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রাকিব হোসেন মিলন, খবর টিভির রিপোর্টার মিলন শেখ, সাংবাদিক মো. রিয়াদ প্রমুখ। নবগঠিত এ পরিষদের প্রতি বন্ধু ফোরামের পক্ষ থেকে রইলো আন্তরিক অভিনন্দন।