নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, পিপিএম।
পুলিশ সুপার তরুণদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি বলে উল্লেখ করেন। তাদের অগ্রযাত্রা হবে আলোর পথে, জ্ঞানের পথে, সুন্দরের সাথে- সেই প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা এবং সত্যকে ধারণ করে তা লালন করে সৎ পথে চলে সত্যের আদর্শ মেনে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীরা যাতে মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে সেদিকে সর্তক দৃষ্টি রাখার জন্য শিক্ষকদের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী নীহার রঞ্জন দাস অধ্যক্ষ, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়া উপস্থিত ছিলেন মো. তানভীর আহমেদ, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা, নরসিংদী।