ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন ও মেধা বিকাশের সুযোগ ঘটবে

খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন ও মেধা বিকাশের সুযোগ ঘটবে

সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশকে আরো সমৃদ্ধশীল হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। সুনাগরিক হয়ে তারাই একদিন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ও আগামীতে বিশ্ব আসরে তাদের নিজস্ব আসন করে নিতে পারবে, তাই শিশুদের খেলাধুলার ওপর গুরুত্বারোপ করতে হবে। সম্প্রতি মনোহরদী উপজেলার পীরপুরে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম এসব কথা বলেন। তিনি বলেন, মহত্ত্বের বীজ শিশু বয়স থেকেই বপন করতে হবে, যা শুধু লেখাপড়া শিখেই অর্জন করা যায় না। ছোট থেকেই যারা খেলবে, তারা আরো সুযোগ লাভ করবে। খেলাধুলার মধ্যদিয়েই চরিত্র গঠন, সুস্বাস্থ্যের অধিকারী, মেধা-বিকাশের সুযোগ ঘটবে। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত সংস্কৃতি ও খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, তরুণ সমাজ নিয়ে দুশ্চিন্তা শুধুই বাড়ছে। আমাদের জীবন দিন দিন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, গ্রামীণ জীবনে প্রাকৃতিক দাক্ষিণ্য থাকলেও উপভোগ করার মতো মন তৈরি হচ্ছে না। বরং মানুষ অন্দরের প্রাণিত পরিণত হচ্ছে। ঢাকা শহরে খেলাধুলার যায়গা নেই বললেই চলে। ফলে শহরের শিশুরা সংস্কৃতি, খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে ফ্ল্যাটে বন্দিতে আবদ্ধ হয়ে পড়ছে। তাই তাদের বাবা-মার উচিত সংস্কৃতি ও খেলাধুলার প্রতি উৎসাহিত করা। শিক্ষার আঁধার হলো সংস্কৃতি। একজন শিক্ষার্থীর জীবনবোধ যদি সংস্কৃতিচেতনায় ঋদ্ধ না হয়, চর্চিত বিদ্যাজীবনকে সুন্দরভাবে যাপন সহায়ক হয় না। যেখানে বিশ্বের বড় বড় শিক্ষা-দার্শনিকরা শিশুর বিকাশে সংস্কৃতি ও খেলাধুলার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। খেলাধুলা জাতি গঠনে অবদান রাখে। পীরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত খেলায় ডোমনমারা ফুটবল একাদশ পীরপুর ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, পাঠকপ্রিয় আলোকিত বাংলাদেশের আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ উদ্দিন, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী, বড়চাপা ইউপি চেয়ারম্যান এম. সুলতান উদ্দিন, চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিন, লেবুতলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত