ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রবাসের প্রিয় লেখক জাহিদ রেজা

প্রবাসের প্রিয় লেখক জাহিদ রেজা

‘তোমাকে অভিনন্দন প্রিয়তমা’ বইটি নিয়ে এবারের অমর একুশে বইমেলা ২০২৪ এ আপন জন্মভূমি বাংলাদেশে আনন্দময় সময় কাটিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি লেখক ও নির্মাতা জাহিদ রেজা। অন্যপ্রকাশের প্রকাশনায় বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর। তোমাকে অভিনন্দন প্রিয়তমা বইয়ের গল্পে জীবনটাকে বদলে দেবার প্রবল একটি ইচ্ছা নিয়ে স্বপ্নের দেশ আমেরিকাতে পাড়ি জমায় তরুণ একটি যুবক। মধ্যবিত্ত অভিবাসী বাঙালিদের জীবন যাত্রার বিভিন্ন দিক সে অবলোকন করে এবং এক সময়ে সে নিজেও জড়িয়ে পরে প্রবাসী জীবনচক্রের দ্বন্দ্বে। প্রবাসের আভিজাত্য আর প্রাচুর্যের অন্তরালে থাকা ভালোবাসার তৃষ্ণা আর বঞ্চনার টার্ন টুইস্ট তার অভিজ্ঞতার ঝুলিতে সঞ্চিত হতে থাকে। বর্ণবৈষম্য, মানবতা, প্রেম, বেদনা, স্বার্থপরতা সব মিশে দারুণ একটি কাহিনি সহজ কথায় এই নভেলে ফুটে উঠেছে। লেখক জাহিদ রেজা তার এ বই প্রসঙ্গে বলেন, পাঠকের থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। পাঠকরাই লেখককে বাঁচিয়ে রাখে, আমি আমার পাঠকের ভালোবাসায় মুগ্ধ। এই ভালোবাসার শক্তিই আমাকে লেখালেখিতে আরো বেশি প্রেরণা জোগাবে। সবমিলিয়ে আমি আমার পাঠকদের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত