ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা বাংলাদেশ

সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা বাংলাদেশ

আমাদের দেশকে আরো সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। সুনাগরিক হয়ে তারাই একদিন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ও আগামীতে বিশ্ব আসরে তাদের নিজস্ব আসন করে নিতে পারবে, তাই শিশুদের খেলাধুলার ওপর গুরুত্বারোপ করতে হবে। জনতাবাগ হাইস্কুলের সভাপতি এহতেশামুল হক ফয়সাল এসব কথা বলেন। তিনি বলেন, মহত্ত্বের বীজ শিশু বয়স থেকেই বপন করতে হবে, যা শুধু লেখাপড়া শিখেই অর্জন করা যায় না। ছোট থেকেই যারা খেলবে, তারা আরো সুযোগ লাভ করবে। খেলাধুলার মধ্যদিয়েই চরিত্র গঠন, সুস্বাস্থ্যের অধিকারী, মেধা-বিকাশের সুযোগ ঘটবে। তিনি আরো বলেন, সংস্কৃতিচেতনায় যে ঋদ্ধ না হয়, চর্চিত বিদ্যা জীবনকে সুন্দরভাবে যাপনে সহায়ক হয় না।যেখানে বিশ্বের বড় বড় শিক্ষা-দার্শনিকরা শিশুর বিকাশে সংস্কৃতি ও খেলাধুলার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। খেলাধুলা জাতি গঠনে অবদান রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত