আলোর পথে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি বলেন, বন্ধু ফোরাম সারা দেশে যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
মা-মাটির কল্যাণে নিজের অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারলেই বৈষম্যদূর হবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে বন্ধুত্বের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবাই সবার অবস্থান থেকে ভালো কাজে যুক্ত থাকতে হবে। তিনি আরো বলেন, আলোকিত বন্ধু ফোরাম সব সময় ভালো কাজে আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসাতু জাবালে নূর-এর একাডেমিক ইনচার্জ হাফেজ মাওলানা আব্দুল আলিম, নুরানী বিভাগের শিক্ষক মাওলানা রেজাউল ইসলাম, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ক্বারী মো. সাববির হোসেন ও হাফেজ মাওলানা মো. সাআদ।