মেধা বিকাশের মাধ্যমে দেশের প্রতি গভীর ভালোবাসা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলো ছড়াবে তরুণরাই। সুন্দর কথাগুলো বলেন, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম। তিনি বলেন, দেশীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা বিকাশের মাধ্যমে যোগ্যতার মাপকাঠিতে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলার মানুষ স্বাধীনতা প্রিয় জাতি। বাঙালি আর স্বাধীনতা একে ওপরের পরিপূরক। বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে সাহস আর আস্থার সঙ্গে বাংলার ভূখণ্ডে স্বাধীনতার বিজয়ী পতাকা প্রতিষ্ঠিত করেছিলেন। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এক ভংয়কর অভিশাপ। এ সময় তিনি সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে প্রকৃত মূল্যেবাধ বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান। বিপ্লব কুমার সরকার নতুনদের প্রতি বলেন, দেশপ্রেম মানবজীবনের একটি শ্রেষ্ঠ গুণ। নিজ স্বদেশের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও মাতৃভাষাকে ভালোবাসা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষের প্রতি মমত্ববোধ রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত থাকা মানুষের বিবেককে জাগ্রত করে। সমাজকে সুন্দর করতে সব ধরনের ভালো কাজ করার প্রত্যয় নিয়ে মাদক, যৌন হয়রানি, সন্ত্রাস, জঙ্গিবাদসহ অপকর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানান। সবার আগে প্রত্যেকটি পরিবারকে দায়িত্বশীল হতে হবে। নিজ পরিবারের সদস্যদের প্রতি নিজেদের পরিপূর্ণ খেয়াল রাখতে হবে। মানসিকতার পরিবর্তন করে সচেতনতা বৃদ্ধির সঙ্গে অপরাধ থেকে মুক্ত থাকতে পরিবারকেই প্রধান ভূমিকায় এগিয়ে আসতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চায় নিয়মিত অংশগ্রহণ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অপরাধমুক্ত সমাজ গঠনে ডিএমপির প্রতিটি ওয়ার্ড ও থানায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা, ক্যাম্পেইন, সভাসহ দেশের কল্যাণে মাদকসেবীদের আলোর পথ দেখানোর প্রচেষ্টায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন অসংখ্যবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম।