ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কবিতা-

বর্ষার রূপ

জানে আলম মুনশী
বর্ষার রূপ

আষাঢ় মাসে বর্ষা আসে

ঝিলে আসে জল,

হ্যাছোরানী মেঘরানী।

ছেলে ছোকরার দল।

বাড়ির পাশে জল থৈ থৈ

নেইকো কোন কাজ।

হাডুডু আর দাড়িয়াবান্দা

খেলবে তারা আজ।

বর্ষা এলে তাল-তমাল আর

ফোঁটে কলমি ফুল,

স্বচ্ছ জলে ভেসে বেড়ায়

রাঙা হিজল ফুল।

শাপলা শালুক নেচে বেড়ায়

ঢেউয়ের তালে তালে,

জোয়ার-ভাটা খেলা করে

নদী-নালা, খালে।

গাংচিল আর বালি হাঁস

করে উরাউরি,

উঠান বাড়ি গল্প করে

পাড়ার বুড়া বুড়ি।

পালতোলা সব ডিঙ্গি নায়ে

নায়-নাইওরী যায়,

মুচকি হেসে গায়ের বধূ

ফিরে ফিরে চায়।

ডাহুক ছানা মেলে ডানা

পানিতে দেয় ডুব

শিশু-কিশোর ভেলায় ভেসে

দেখে বর্ষার রূপ

বালিহাঁস আর পানকৌঁড়ির

খুশির নেইকো শেষ,

বর্ষাতে পায় সুখের পরশ

সোনার বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত