মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ধারনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থার প্রতীক, বাংলাদেশকে স্বাধীন ভূ-খণ্ড বিজয়ী করণে যার অবদান অপরিসীম। তরুণ প্রজন্মই আগামী দিনের সম্ভাবনাময় আলোক বর্তিকা। সম্প্রতি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মুখপত্র মানবাধিকার আন্দোলনের দেড় যোগ ফুর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করেন। এ সময় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, মঞ্চে উপবিষ্ট আয়োজক সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইদুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ । এ সময় দেশীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।