যোগ্যতার মাপকাঠিতে নিজেদের গড়ে তুলতে হবে
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আল-আমিন সুমন
দেশীয় সংস্কৃতি ধারণের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থার প্রতীক, বাংলাদেশকে স্বাধীন ভূখণ্ড বিজয়ীকরণে যার অবদান অপরিসীম। তরুণ প্রজন্মই আগামী দিনের সম্ভাবনাময় আলোকবর্তিকা সুন্দর কথাগুলো বলেন জনতাবাগ হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ইহতেশামুল হক ফয়সাল। তিনি বলেন, স্বদেশের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও মাতৃভাষাকে ভালোবাসা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষের প্রতি মমত্ববোধ রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত থাকা মানুষের বিবেককে জাগ্রত করে। পড়াশোনার পাশাপাশি ভালো কাজে নিজেদের যুক্ত থাকতে হবে সবার।